স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : দুয়ারে ভোট। আসন্ন বিধানসভায় নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে শাসক দল বিজেপি। ইতিমধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী সমস্ত প্রস্তুতি। প্রতিদিন রাজ্যে আসছেন ভাজপার কেন্দ্রীয় স্তরে দলীয় নেতৃবৃন্দ। কারণ দীর্ঘ ২৫ বছর কমিউনিস্টদের হাত থেকে ২০১৮ সালে ত্রিপুরাকে মুক্ত করেছিল বিজেপির নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। কিন্তু গত সাড়ে চার বছরে দলের সাংগঠনিক বহু ত্রুটি পরিলক্ষিত করে রাজনৈতিক অভিজ্ঞরা।
আর সেই বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বদের কানে পৌঁছাতেই একের পর এক নেতৃত্ব ত্রিপুরার জল মাপতে প্রতিদিন রাজ্য সফরে আসছেন। কারণ গত সাড়ে চার বছরে ত্রিপুরা রাজ্যের সাংগঠনিক বিষয়ে পুরোপুরিভাবে গোয়েন্দা শাখা থেকে অবগত হয়েছেন নেতৃবৃন্দ। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে পুনরায় সরকার প্রতিষ্ঠিত করতে না পারলে ভাজপার জন্য এই ধাক্কা জাতীয় স্তর পর্যন্ত গিয়ে পৌঁছাবে। তাই কোনরকম ত্রুটি না রেখে ইতিমধ্যে ময়দানে দৌড় ঝাঁপ শুরু করেছে বিজেপির নেতৃবৃন্দ। সবচেয়ে বড় বিষয় হলো কেন্দ্রীয় নেতৃবৃন্দ ত্রিপুরা নেতৃবৃন্দদের হাতে পুরোপুরি ভাবে নির্বাচনের দায়িত্ব ছাড়তে চাইছে না বলে সূত্রে খবর। এবার রাজ্য সফরে এসেছেন প্রদেশ বিজেপি’র নির্বাচন প্রভারী ডাক্তার মহেন্দ্র সিং। তিনি রাজ্যের সফরে এসে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে রাজ্য নেতৃত্বদের নিয়ে এক নির্বাচনী বৈঠক সংগঠিত করেন। বৈঠকে উপস্থিত নির্বাচন প্রভারী জানান, রাজ্য দ্বিতীয়বার ক্ষমতায় ফিরবে ভারতীয় জনতা পার্টি তা এক প্রকার নিশ্চিত। কারণ জনগণের সমর্থন রয়েছে ভারতীয় জনতা পার্টির সাথে। এবং ভারতীয় জনতা পার্টি আসন্ন নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানান তিনি। এদিন বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ রাজ্যস্তরের শীর্ষ নেতৃবৃন্দ। দীর্ঘক্ষণ চলে এই বৈঠক। আলোচনা করে নেওয়া হয়নি নির্বাচনী কৌশল।