Friday, March 29, 2024
বাড়িরাজ্যক্ষতিগ্রস্ত নেতার বাড়ি পরিদর্শনে গেলেন মন্ত্রী সহ প্রদেশ বিজেপি'র সভাপতি

ক্ষতিগ্রস্ত নেতার বাড়ি পরিদর্শনে গেলেন মন্ত্রী সহ প্রদেশ বিজেপি’র সভাপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : বুধবার রাজ্যের বহু জোনাল অফিসে এক যুগে বিজেপির জনজাতি মোচার উদ্যোগে ডেপোটেশন কর্মসূচি ছিল। তারই অঙ্গ হিসেবে  টিটিএএডিসির হেজামারা সাব জুনাল অফিসে বিজেপির সিমনা মন্ডলের জনজাতি মোর্চার উদ্যোগে ডেপুটেশন প্রদান করা হয়। নেতৃত্বে ছিলেন যুব মোর্চার সদর গ্রামীণ জেলা কমিটির সম্পাদক বিনোদ দেববর্মা। একই সময়ে হেজামারা বাজারেও চলছিল তিপ্রা দলের এক সভা। সেই সভা থেকে বিজেপি নেতৃত্বদের উপর হামলা করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। যদিও এমডিসি রবীন্দ্র দেববর্মা এই ঘটনায় বাধা তৈরি করেন।

 এরই মধ্যে বুধবার সন্ধ্যা রাতে দাইগ্যা বাড়ি স্থিত বিনোদ দেববর্মার বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয়। ঘরের মধ্যে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে দুষ্কৃতীরা। এতে পুড়ে ভষ্মীভূত হয়ে যায় বসত ঘর। পরবর্তী সময়ে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার তিপ্রা দলের কর্মীরা সংগঠিত করেছে বলে অভিযোগ করেন বিনোদ দেববর্মা। খবর পেয়ে বৃহস্পতিবার তার বাড়িতে যান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী, মন্ত্রী রামপদ জমাতিয়া, বিজেপির সংগঠন মহামন্ত্রী ফনিন্দ্রনাথ শর্মা এবং অন্যান্য নেতৃবৃন্দ। পরে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী জানান, ভারতীয় জনতা পার্টি স্লোগানে বিশ্বাস করে না। ভারতের জনতা পার্টি চায় রাজ্যের জনজাতিদের বিকাশের মাধ্যমে ত্রিপুরার সার্বিক উন্নয়ন। তাই এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনজাতি অংশে মানুষের আর্থিক বিকাশের জন্য বিভিন্ন প্রকল্প সহ সুযোগ-সুবিধা প্রদান করে চলেছে। আর্থিক উন্নয়নের জন্য সরকার যে অর্থ প্রদান করছে, সেই অর্থ নয়ছয় করার জন্য এডিসি -তে এক প্রকার প্রচেষ্টা চলছে। তাই ডেপুটেশন তিনি আরো বলেন এই ডেপুটেশনের পর সারা রাজ্যে যে হামলা হচ্ছে ঘটনাগুলি সংগঠিত করেছে, তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন যাতে আইনতু কঠোর ব্যবস্থা গ্রহণ করে তার জন্য বলা হবে বলে জানান রাজীব ভট্টাচার্যী। এখন দেখার বিষয় অভিযুক্তরা কতটা গ্রেফতার হয়। কারণ ক্ষতিগ্রস্ত কর্মী ও কার্যকর্তাদের পক্ষ থেকে জোরালো দাবি উঠছে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য