স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : গত ১৭ অক্টোবর জিরানিয়া শচীন্দ্র নগর অফিস এলাকায় কানাইলাল সাহার হত্যাকান্ডের ঘটনায় আটক তার ছেলে। অভিযুক্তের নাম সজল সাহা। উল্লেখ্য, সেদিন সাত সকালে নিজ বাড়ির ঘর থেকে নগ্ন অবস্থায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার এক ব্যাক্তির। মৃত ব্যক্তির নাম কানাই লাল সাহা। বাড়ি জিরানীয়া থানার অন্তর্গত শচীন্দ্রনগর কলোনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, জিরানীয়া থানার অন্তর্গত শচীন্দ্রনগর কলোনি এলাকায় সংহতি স্কুলের পেছনে বাড়ি কানাই লাল সাহার। এদিন সকালে প্রতিবেশীরা তার বাড়ির উঠানে রক্তের ছাপ দেখতে পায়।
এরপর তাদের নজরে আসে ঘর খোলা। ঘড়ে গিয়ে উঁকি দিতেই মেঝেতে নগ্ন অবস্থায় রক্তাক্ত হয়ে পড়ে থাকতে দেখে কানাই লাল সাহাকে। খবর দেওয়া হয় জিরানীয়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জীরানীয়া থানার পুলিশ। শুরু হয় তদন্ত পক্রিয়া। ডাকা হয় ডগ স্কোয়ার্ড ও ফরেনসিক টিমকে। সেদিন মৃত কানাই লাল সাহার স্ত্রী বাড়িতে ছিলেন না। আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বাড়িতে একাই ছিলেন কানাই লাল সরকার। সোমবার উদ্ধার হয় নগ্ন রক্তাক্ত মৃতদেহ। বাড়ির উঠানে পাওয়া যায় রক্তের দাগ। পুলিশ একটি লাঠিও উদ্ধার করেছিল। পরে তদন্তে নেমে জিরানিয়া থানার পুলিশ মৃত ব্যক্তির ছেলে সজল সাহাকে আটক করতে সক্ষম হয়। পুলিশ অভিযুক্ত সজল সাহাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে খুব সহসাই বের হয়ে আসতে পারে মূল রহস্য বলে ধারণা পুলিশের।