Saturday, April 20, 2024
বাড়িরাজ্যকাউন্সেলিং ঘিরে রাস্তা অবরোধ

কাউন্সেলিং ঘিরে রাস্তা অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর :  ডি. ইল. ইডি. কোর্সের ভর্তির কাউন্সিলিং ঘিরে ছাত্র-ছাত্রীদের রাস্তা অবরোধ রাজধানীর মুক্তধারা অডিটরিয়ামে সম্মুখে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ সাধারণ এবং ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে আসন নেই। জানা যায় এস সি ই আর টি -র পক্ষ থেকে গত ১৮ অক্টোবর থেকে ডি. ইল. ইডি. কোর্সের ভর্তির কাউন্সিলিং শুরু হয়। বৃহস্পতিবার ছিল কাউন্সেলিং এর শেষ দিন। ফর্ম ফিলাপ করেছিলেন ১৪০০ ছাত্র-ছাত্রী। সাধারণ ক্যাটাগরিতে আসন সংখ্যা ছিল ২২০ টি। এস সি ক্যাটাগরির আসন সংখ্যা ৭০ টি, এস টি আসন সংখ্যা ১৫২ টি।

প্রথম দিন অর্থাৎ ১৮ অক্টোবর ১ থেকে ৪৫০ জনের কাউন্সিল হয়। দ্বিতীয় দিন অর্থাৎ ১৯ অক্টোবর ৪৫১ থেকে ৯০০ জনের কাউন্সিলিং হয়। শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার ৯০১ থেকে ১৪০০ জনের কাউন্সিলিং শুরু হয় রীতিমতো। কিন্তু দেখা গেছে প্রথম দিনেই ৪৫০ জনের মধ্যে ২২০ জনের আসন সাধারণ ক্যাটাগরির জন্য পূরণ হয়ে যায়। এ সি -দের জন্য ২২ টি আসন ছিল। দ্বিতীয় দিন এই ২২ টি আসন পূরণ হয়ে যায়। এস টি -র মধ্যে দ্বিতীয় দিন ৫০ জন ভর্তি হয়। আর মাত্র ৯৮ টি আসন রয়েছে এসটি ক্যাটাগরির জন্য যা সমাপ্তির দিন পূরণ করার কাউন্সিলিং শুরু হয়। কিন্তু এই দিন সাধারণ ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির বহু ছাত্র-ছাত্রী এসে কোর্সে ভর্তি হতে দাবি জানায়। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে আসন সংখ্যা ছিল তা ইতিমধ্যে পূরণ হয়ে গেছে। তাই এদিন ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা রাস্তা অবরোধ করে বসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম থানা পুলিশ। এদিকে বের হয়ে আসে এস সি ই আর টি কর্তৃপক্ষ। পুলিশ এবং এসসিইআরটি কর্তৃপক্ষের তৎপরতায় পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে কিনা সে বিষয়ে নিয়ে মুখ খুলতে নারাজ সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষ। কিন্তু আসন সংখ্যা নিয়ে সাধারণ ক্যাটাগরি ও ওবিসি ক্যাটাগরি ছাত্রছাত্রীরা এদিন এস সি ই আর টি -র ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ বলে তারা বঞ্চনার শিকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য