Tuesday, February 11, 2025
বাড়িখেলাব্যালন ডি'অরে ভিনিসিউস অষ্টম, মানতে পারছেন না নেইমার

ব্যালন ডি’অরে ভিনিসিউস অষ্টম, মানতে পারছেন না নেইমার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২০ অক্টোবর: পিএসজির তারকা মনে করেন, তার জাতীয় দলের সতীর্থ ভিনিসিউসের কমপক্ষে সেরা তিনে থাকা উচিত ছিল।২০২১-২২ মৌসুমে জাদুকরী পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে গত সোমবার ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার ব্যালন ডি’অর ২০২২ জেতেন বেনজেমা। সেরার তালিকায় দ্বিতীয় হন বায়ার্ন মিউনিখের সাদিও মানে ও তৃতীয় হন ম্যানচেস্টার সিটির কেভিন ডে ব্রুইনে।দুই যুগ পর ফ্রান্সের কোনো ফুটবলার হিসেবে বেনজেমার ব্যালন ডি’অর জেতায় অবদান রেখেছে তার স্বপ্নের মতো একটি মৌসুম। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে গোল করেন ৪৪টি। অবদান রাখেন রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে।ঠিক বেনজেমার মতো না হলেও গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে ভিনিসিউসেরও। ২০১৮ সালে মাদ্রিদের ক্লাবটিতে তিনি যোগ দেন অমিত সম্ভাবনা নিয়ে। সেটার ঝলক মাঝেমধ্যে দেখা গেলেও তার খেলায় ছিল ধারাবাহিকতার অভাব। ফিনিশিংয়েও ছিলেন বেশ দুর্বলসব দুর্বলতা ঝেড়ে ফেলে গত মৌসুমে নিজেকে নতুনভাবে মেলে ধরেন ভিনিসিউস। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে করেন ২২ গোল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার গোলেই লিভারপুলকে হারায় রিয়াল।এমন পারফরম্যান্সের পর ব্যালন ডি’অরের সেরার তালিকায় ভিনিসিউসকে আরও ওপরের দিকে দেখার আশায় ছিলেন নেইমার। সেটা না হওয়ায় বুধবার টুইটারে হতাশা প্রকাশ করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। “বেনজেমার এটা প্রাপ্য ছিল – এটি তারই! আর ভিনি জুনিয়রের অষ্টম হওয়া- এটা ঠিক নয়! তার অন্তত তিনে থাকা উচিত ছিল।”জাতীয় দলের হয়ে নেইমার-ভিনিসিউসদের পরবর্তী অভিযান কাতার বিশ্বকাপে। সার্বিয়া, ‍সুইজারল্যান্ড ও ক্যামেরুনের সঙ্গে ‘জি’ গ্রুপে আছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য