Thursday, April 18, 2024
বাড়িরাজ্যঅভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ সিপিআইএমের

অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ সিপিআইএমের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর : নির্বাচন যত এগিয়ে আসছে শাসক দল বনাম বিরোধীদের মধ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমশ মাথা চাড়া দিচ্ছে। পরিস্থিতি ক্রমশ উদ্বেগ জনক হয়ে উঠছে। মঙ্গলবার রাতে কমলপুর মহকুমা সালেমা অঞ্চল কমিটি অফিসে লুটপাট, ভাঙচুর এবং আসবাবপত্র পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে অঞ্চল কমিটির সদস্য অর্ণব দেবনাথের বাড়িতে আক্রমণ চালায় দুর্বৃত্তরা। অভিযোগ শাসকদল বিজেপি’র দুর্বৃত্তদের বিরুদ্ধে।

 এর প্রতিবাদে সিপিআইএম দল কমলপুর মহকুমা কমিটির পক্ষ থেকে সালেমা বাজারে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ করে বুধবার। পাশাপাশি এই দিন সালমা থানায় ডেপুটেশন প্রদান করতে আসার আগে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলের পর থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় সিপিআইএম কর্মী সমর্থকরা। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম কমলপুর মহকুমা সম্পাদক অঞ্জন দাস। তিনি জানান, এলাকার বিজেপি বিধায়িকা সপ্না দাস পাল এবং পরিতোষ পালের নেতৃত্বে সালেমার কতিপয় বিজেপির দুর্বৃত্তরা সিপিআইএম দলীয় কার্যালয়ে লুটপাট, ব্যাপক ভাংচুর এবং আগুন দিয়ে পুড়ে নষ্ট করে। আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে দমকল কর্মীরা। পরে আবার সিপিআইএম কর্মী অখিল দাস, কৃষ্ণ দাস ও অমিত দেবনাথ উপর আক্রমণ করা হয়। এ বিষয়ে সালেমা থানার পুলিশের কাছে একটি মামলা দায়ের করা বলা হয়েছে, যাতে ঘটনার সুষ্ঠ তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন স্থানীয় বাম নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য