Saturday, February 15, 2025
বাড়িরাজ্যপকেটমারের শিকার বৃদ্ধা

পকেটমারের শিকার বৃদ্ধা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর :  পকেটমারের খপ্পরে পড়ে ১০ হাজার টাকা খোয়ালেন বৃদ্ধা। ঘটনা বুধবার দিন দুপুরে রাজধানীর হকার্স মার্কেট থেকে টমটম দিয়ে বটতলা ফেরার সময় বৃদ্ধার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে যায় পকেটমারেরা।

বৃদ্ধার নাম অলিকা দত্ত।বাড়ি আমতলী আশ্রমপাড়া এলাকায়। তিনি জানান যেদিন টমটম দিয়ে হকার্স মার্কেট থেকে ফেরার সময় টমটমে আরো মহিলা হকার্স মার্কেট থেকে উঠে। বটতলায় এসে টমটম থেকে নামার পর টমটম চালক বৃদ্ধাকে বলেন ব্যাগ দেখার জন্য। তারপরও তিনি ততটা লক্ষ্য করেন নি। পরে বটতলা বাজারে এসে সবজি ক্রয় করার পর অটোতে উঠে দেখতে পান হ্যান্ড ব্যাগ থেকে টাকার নিয়ে যায় পকেটমারেরা। সাথে সাথে ছুটে আসেন বটতলা পুলিশ ফাঁড়িতে। মামলা দায়ের করেন তিনি। বৃদ্ধা আরো জানান টমটমে থাকা তিন মহিলা বহিঃ রাজ্যের। মহিলারা বটতলা পুরনো টিআরটিসি এলাকায় এসে টমটম থেকে নেমেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য