স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর : চাকরির জন্য উপমুখ্যমন্ত্রীর দারস্থ এস টি জি টি পরীক্ষায় উত্তীর্ণ যুবক যুবতীরা। ২০২২ সালের সিলেকশান টেস্ট ফর গেজুয়েট টিচার পরীক্ষার্থী উত্তীর্ণদের এক সঙ্গে নিয়োগের দাবিতে বুধবার অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মার বাড়িতে যান চাকুরী প্রত্যাশী যুবকেরা। এদিন সকালে অল ত্রিপুরা এস টি জি টি- উত্তীর্ণ পরীক্ষার্থীরা মন্ত্রীর বাসভবনের সামনে সমবেত হয়ে এক প্রকার নিরব প্রতিবাদে সামিল হয়ে দ্রুত নিয়োগের দাবি জানায়।
পরে এক প্রতিনিধি দল দেখা করেন উপমুখ্যমন্ত্রীর সঙ্গে। তাদের দাবি সম্পর্কে অবগত করেন। কথা বলেন মন্ত্রীর সঙ্গে। পরে বাইরে এসে অল ত্রিপুরা এস টি জি টি- উত্তীর্ণ পরীক্ষার্থীরা জানান এর আগে দুইবার শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে গিয়ে দেখা করেছেন। শিক্ষামন্ত্রী তাদের জানান অর্থ দপ্তর থেকে অনুমোদন দিলে তাদের একসঙ্গে চাকুরি দিতে শিক্ষাদপ্তরের কোন অসুবিধা নেই। সকলকে একসঙ্গে নিয়োগের জন্য বিশেষ ফাইল পাঁঠাবেন বলে জানিয়ে ছিলেন। এই বিষয়ে অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন শিক্ষামন্ত্রী ফাইল পাঠালে তা তিনি দেখবেন। তবে ফাইল পাঠানোর আগে যাতে শিক্ষামন্ত্রী এই বিষয়ে কথা বলেন তাঁর জন্য বলেন তিনি। এই বিষয়টি বিবেচনা করা হবে। কাট অফ মার্কস ৭৫ থেকে কমিয়ে ৫২ শতাংশে এনে নিয়োগ করা হয়েছে। শিক্ষক স্বল্পতা দূর করার জন্য বয়স উত্তীর্ণদের চাকুরী দেন। এতে খুশি তারা।