স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ অক্টোবর : ত্রিপুরায় এন আর সি হবে না। হবে না কোন গ্রেটার তিপ্রাল্যান্ডও। কারন রাজন্য আমল থেকে এই রাজ্যে বাংলা ভাষা স্বীকৃত। আগরতলা পেরিয়ে গন্ডাছড়া গেলেও সেখানকার জনজাতি অংশের মানুষ বাংলা ভাষায় কথা বলেন। পাহাড়ের লোকেরা সমতলে এসে মিলে মিশে একাকার হতে পারেন। জাতি – জনজাতিদের এই ঐক্য অক্ষুন্ন রাখতে হবে। গ্রেটার তিপ্রা ল্যান্ডের পরিবর্তে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হওয়া চাই।
রবিবার অফিস লেন স্থিত রাষ্ট্রীয় সাতকথা সমাজ অফিসে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনকে এক প্রকার হুশিয়ারি সুর সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন সংগঠনের সভাপতি চন্দন দে। তিনি আরো বলেন কি কারনে ত্রিপুরায় এ ধরনের এন আর সি এবং গ্রেটার তিপ্রাল্যান্ড হবে না তার তথ্য মানুষকে আগামী দিনে অব্যাহত করা হবে। আগামী বিধানসভার নির্বাচনে আগে কিছু কতিপয় রাজনৈতিক স্বার্থে বাংলাভাষী মানুষকে ভুল বুঝিয়ে ত্রিপুরা দখলের স্বপ্ন দেখছে। শেষ স্বপ্ন কিছুতেই পূরণ হতে দেওয়া হবে না। এবং সমস্ত কিছু বাঙালিরা বুঝে তাদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে জানান তিনি। পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে রাজ আমল ১৯৩৯ সালের ভোটার তালিকা তুলে ধরা হয়। এই ভোটার তালিকা দিয়ে বুঝা যায় রাজ আমলে কোন জাতিগোষ্ঠী প্রাধান্য বেশি ছিল। তাই বিভ্রান্ত থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।