Monday, February 10, 2025
বাড়িরাজ্যতৃণমূল কংগ্রেসের চাক্কা জ্যাম ১৮ অক্টোবর

তৃণমূল কংগ্রেসের চাক্কা জ্যাম ১৮ অক্টোবর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ অক্টোবর :   নরেন্দ্র মোদি বলেছিলেন না খাওঙ্গা, না খানে দুঙ্গা! আর এটা তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে এটা তিনি ভ্রষ্টাচার নিয়ে বলেননি। এই নরেন্দ্র মোদির সরকারের আমলে যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে মানুষের ক্রয় ক্ষমতা এতটাই কমে যাচ্ছে, তাই মানুষ খেতে পারছে না। তার উপর দিয়ে গত ১ অক্টোবর সিএনজি এবং পিএনজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

সরকার দ্রুত সিএনজি এবং পিএনজির মূল্য হ্রাস করার দাবিতে যুব তৃণমূল কংগ্রেস জেলা ভিত্তিক চাক্কা জ্যাম কর্মসূচি সংঘটিত করার উদ্যোগ নিয়েছে। আগামী ১৮ অক্টোবর রাজ্যের বিভিন্ন জায়গায় এর চাক্কা জ্যাম সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সংগঠিত করা হবে। রবিবার প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন সাংসদ সুস্মিতা দেব।

সুস্মিতা দেব আরো বলেন, তারপরেও যদি সরকার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করে মূল্য হ্রাস করার কোন পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগরতলা শহরে বড় আন্দোলন গড়ে তোলা হবে। বর্তমান সরকারি এ ধরনের সিদ্ধান্ত দলের বহু নেতৃবৃন্দ মেনে নিতে পারছে না। সুতরাং ত্রিপুরায় বিজেপি ব্যর্থ সরকার বলে জানান সুস্মিতা দেব। তিনি আরো বলেন, সারা রাজ্যে মুখ্যমন্ত্রী এবং উপমন্ত্রী পোস্টার সুশাসনের নাম করে ঝুলানো রয়েছে। কিন্তু যেখানে গ্যাসের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে মানুষ প্রতিদিন রাস্তায় নামছে, সে জায়গায় দাঁড়িয়ে শাসক দল কিভাবে কোন সুশাসনের দাবি করেন তা নিয়ে প্রশ্ন করেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য