স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ অক্টোবর : উত্তরপ্রদেশ থেকে তিন শতাধিক বাইক, ১০০ টি ছোট গাড়ি নিয়ে এসেছে বিজেপি। এবং ১০ হাজার লোককে ত্রিপুরার পৃষ্ঠা প্রমুখ করতে আনতে চাইছে। কারণ বিজেপি রাজ্যের মানুষের উপর বিশ্বাস রাখতে পারছে না। রবিবার ভানু ঘোষ স্মৃতিভবনে ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতি রাজ্যভিত্তিক সাংগঠনিক কনভেনশনে বক্তব্য রেখে এমনটাই বললেন বিরোধী দলনেতা মানিক সরকার।
তিনি বলেন, ২০১৮ সালের আগে বাম বিরোধী একটা বড় অংশ প্রত্যাশা করেছিল কেন্দ্র থেকে যে বঞ্চনার করা হচ্ছে তা বামফ্রন্ট সরকারকে পরাজিত করলে সমস্যার সমাধান হবে। এবং বিশেষ করে বিজেপি ইস্তেহারের প্রতি আস্থা রেখে পরবর্তী সময় বামফ্রন্টকে সরকার থেকে পরাজিত করা হয়েছে। এখন মাস যায়, বছর যায়, প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না। কিন্তু এই বিষয়গুলি নিয়ে মুখ খুললে বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি সাধারণ মানুষের মানুষও শাসক দল বিজেপির দ্বারা আক্রান্ত হতে হচ্ছে। কিন্তু মানুষের কাজ নেই, খাদ্য নেই।
মানুষ অভাব অনটনের শিকার। শাসক দলের বিধায়করা মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন তা পূরণ করতে না পেরে বিধায়ক পদ থেকে পর্যন্ত পদত্যাগ করছেন। আগামী দিনে এভাবে পদত্যাগ করতে শাসক দলের বহু বিধায়ক প্রস্তুত নিয়ে বসে আছে। এতে করে শাসক বিজেপি ২০১৮ সালে যে ৫০ শতাংশ ভোট নিয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল সেই ভোট এখন আর ধরে রাখতে পারছে না। তাই সুশাসনের নাম করে মানুষকে পুনঃরায় বেকুব বানাতে চাইছে। কিন্তু মানুষ বুঝতে পাচ্ছে রাস্তাঘাট নেই, পানীয় জল নেই, জীবনদায়ী ওষুধ নেই, হাসপাতালে স্বাস্থ্যকর্মী নেই, চিকিৎসক নেই, বিদ্যালয়ে শিক্ষক নেই। তাহলে কিসের সুশাসন তা নিয়ে সমালোচনা করলেন বিরোধী দল নেতা। তিনি আরো বলেন এই সরকারকে উৎখাত না করলে এই সমস্যাগুলি সমাধান করা সম্ভব হবে না। তাই ভয় মুক্ত হয়ে সকলকে বিজেপি সরকার উৎখাত করতে এগিয়ে আসতে হবে বলে আহ্বান জানান বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ।