স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ অক্টোবর : বাইক বাহিনীর তাণ্ডবের পর কংগ্রেস ও বিজেপির সংঘর্ষের গুরুতর আহত হয় তিন বিজেপি কর্মী। ঘটনা শনিবার রাতে কৈলাসহর রাঙ্গাউটি বাজারে। কংগ্রেস কর্মীদের অভিযোগ বিজেপি কর্মীরা রাঙ্গাউটি বাজারে কংগ্রেস ভবনে হামলা চালিয়ে দরজা-জানালা থেকে শুরু করে টিভি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভেঙ্গে গুড়িয়ে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।
পাশাপাশি কংগ্রেস দলের কর্মীরা বিজেপি কৈলাশহর মন্ডলের সহ-সভাপতি মতাসির আলীর বাইকটি আটকাতে সক্ষম হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হলে খবর পাঠানো হয় ইরানি থানায়। ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে ইরানি থানার পুলিশ ও টি এস আর জওয়ানরা। খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা। তারা আহতদের চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে কংগ্রেসের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে জানায় কংগ্রেস নেতৃত্বরা। এদিকে পাল্টা মামলা করা হবে বলে বিজেপি সূত্রে খবর। কিন্তু এই দিন স্পষ্ট হয়ে গেছে বাইক বাহিনীর তাণ্ডব এখন আর বিরোধী দল সহ্য করবে না। পাল্টা প্রতিরোধ করে তুলতে পরিকল্পনামাফিক এগিয়ে চলেছে। কিন্তু এতে ঘটতে পারে ভয়াবহ কান্ড। পরিস্থিতি লাগালে বাইরে চলে গেলে এর জবাব কে দেবে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। কারণ পুলিশ প্রশাসনের নীরব দর্শন নিয়ে রীতিমত গত সাড়ে চার বছর অভিযোগ তুলেছে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলি। কিন্তু এখন যে সেই চিত্র ক্রমশ পাল্টাতে শুরু করেছে তার নজির গড়ল কৈলাশহর।