স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ অক্টোবর : ১৯৪৮ সালে গোলাঘাটি ভক্ত ঠাকুর ঘাটে নিহিত ১৩ জন শহীদ কৃষকদের প্রতি সোমবার সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এদিন সকালে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির অফিসে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি সম্পাদক পবিত্র কর। তিনি জানান, ১৯৪৮ সালে ভক্ত ঠাকুরঘাটে পুলিশ কৃষকদের উপর গুলি করে।
শেষ পর্যন্ত ১৩ জন কৃষকের মৃত্যু হয় সেখানে। কারণ সে সময় রাজ্যে ব্যাপক করা হয়েছিল। খড়ার প্রতিবাদে কৃষকরা আন্দোলন গড়ে তুলেছিল। আর সেই আন্দোলনে কৃষকদের শহীদ হয়েছে। বরং পুলিশ দিয়ে সেই আন্দোলন রুখতে পারেনি। আরো বৃহত্তর আন্দোলন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। তাই আজকের দিনে কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণ করা হচ্ছে বলে জানান পবিত্র কর।