স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ অক্টোবর : চোর সন্দেহে বিজেপি নেতার পুত্র আটক। ধৃতের নাম সঞ্জয় দেবনাথ। বিজেপি নেতা তথা আটক পুত্রের পিতা তপন দেবনাথ। তিনি শাসক দলীয় বিজেপি নেতা। বাড়ি বিশালগড়ের ধজ্বনগরে। গত কয়েকমাস ধরে এলাকার বাড়ি ঘর থেকে সেলো মেশিন এবং লোহার যন্ত্রাংশ সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করছিল বলে অভিযোগ সঞ্জয়ের বিরুদ্ধে। পিতা নেতা হওয়ার সুবাদে কেউ কিছু বলার সাহস দেখায়নি ।
হাতেনাতে তাকে না ধরতে পাড়ায় স্থানীয়রা সঞ্জয়কে স্ব শরীরে পাকরাওয়ের জন্য ওত পেতে বসেছিল। রবিবার সকালে বাইদ্যারদিঘি কসবা এলাকার লোকজন তাকে ঘিরে ধরে। স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয় পাম্পের মোটর এবং শ্যালো মেশিন সহ অন্যান্য লোহার সামগ্রী। গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে বাইদ্যারদিঘি বাজারে এলাকার একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে উত্তম মাধ্যম দেয়। চোর ধরার খবরটি চাউর হতেই কসবা এলাকায় ভিড় জমায় উৎসুক জনতা। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ ছুটে গিয়ে ক্ষুব্দ জনতার রোষানাল থেকে উদ্ধার করে আনে সঞ্জয়কে। পরে পাঠানো হয় বিশালগড় মহাকুমা আদালতে। শর্তসাপেক্ষ সঞ্জয়কে জামিনে মুক্তি দেয় আদালত। তবে দিনের পর দিন যেভাবে বিশালগড়ে চোরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে নিঃসন্দেহে তা উদ্বেগ জনক।