স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : আমবাসা মহকুমা লালছড়ি এলাকার এক ব্যক্তি গত মঙ্গলবারে একটি গরু ক্রয় করে। পরবর্তী সময় জানতে পারে ওই গরুটি চুরি করে বিক্রি করেছে। শেষে জানা যায় আমবাসা থানাধীন ভাওলিয়া বস্তি এলাকার এলাকার এক মহিলা গরুটি নেতাজি নগর থেকে চুরি করে এনে বিক্রি করেছে লালছড়ি এলাকায়।
পরবর্তী সময় দুদিন ধরে বহু খোঁজাখুঁজি করে ঐ গরু চুরি-কাণ্ডে যুক্ত মহিলার হদিশ পাওয়া যায় সালেমা এলাকায়। সেখান থেকে শুক্রবার সন্ধ্যায় ওই মহিলাকে নিয়ে আসা হয় লালছড়ি এলাকায়। পরে উত্তম মধ্যম দিলে স্বীকার করে গরু চুরির ঘটনা। তারপর অভিযুক্ত মহিলাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।