স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : ২০২২ সালে এস টি জি টি –তে কাট অফ মার্কসের উপর নম্বর প্রাপ্ত সকলকে একসাথে নিয়োগ করার দাবিতে শুক্রবার মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন উত্তীর্ণ হওয়া চাকরি প্রত্যাশি যুবক যুবতীরা। এদিন তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে দাবি তুলে ধরেন। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত টেট উত্তীর্ণরা পড়াবে।
নবম ও দশম শ্রেণীর জন্য শিক্ষকের স্বল্পতা রয়েছে। এই কারনে নবম ও দশম স্রেনীর ছাত্র ছাত্রীদের পড়ানোর জন্য যারা পরীক্ষা দিয়েছে তাদের সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয় তার দাবি জানান উত্তীর্ণরা। প্রায় দের হাজার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে জানান তারা। এর আগে ২০২১ –এ যাদের নিয়োগ করা হয়েছিল সেখানে জেনারেল পদ ছিল না। এস সি ছিল ৫ টি পোষ্ট। ২০১৭ সালে ৪ হাজার নিয়োগ করা হয়েছিল। সিলেকশন টেস্ট যারা দিয়েছেন তাদের সকলকে একসঙ্গে নিয়োগ করার দাবি জানান তারা। এদিনের আলোচনা শেষে বেড়িয়ে খুশী পরীক্ষার্থীরা। মন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে মন্ত্রী সভার বৈঠকে আলোচনা করবেন বলে জানান। একই সঙ্গে শিক্ষামন্ত্রী রাজ্যে এলে তাঁর নজরে নেবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। পরে তারা জানান সরকার যদি তাদের নিয়োগ করতে দ্রুত উদ্যোগ গ্রহণ না করে তাহলে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।