নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): গত ৯ মাসে পাকিস্তানে ৬ জন ভারতীয় বন্দীর মৃত্যু হয়েছে এবং ভারত ইসলামাবাদের কাছে বিষয়টি উত্থাপন করেছে, শুক্রবার বিদেশ মন্ত্রক এমনটাই জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন মৎস্যজীবী। পরিস্থিতি খুবই উদ্বেগজনক। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিহতরা সবাই তাদের সাজা শেষ করেছে।
বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, গত ৯ মাসে পাকিস্তানের কারাগারে পাঁচজন মৎস্যজীবী-সহ ছয় ভারতীয় বন্দির মৃত্যু হয়েছে। সকলেই সাজা পূর্ণ করেছিল, কিন্তু বেআইনিভাবে আটক করে রাখা হয়েছিল। বিষয়টি ইসলামাবাদের কাছে উত্থাপিত হয়েছে।