স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : আর একদিন বাদেই ধনদেবী লক্ষ্মীর আরাধনা। হিন্দু শাস্ত্র অনুযায়ী লক্ষী হলেন ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। তিনি বিষ্ণুর পত্নী। লক্ষ্মী ছয়টি বিশেষ গুণের দেবী। তিনি বিষ্ণুর শক্তিরও উৎস। বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলে, লক্ষ্মী সীতা ও রাধা রূপে তাদের সঙ্গিনী হন। লক্ষ্মী পূজা অধিকাংশ হিন্দুর গৃহেই অনুষ্ঠিত হয়।
দীপাবলি ও কোজাগরী পূর্ণিমার দিন তার বিশেষ পূজা হয়। এটি কোজাগরী লক্ষ্মী পূজা নামে খ্যাত। রবিবার লক্ষ্মী পূজা। পূজা সাধারণত বাড়ির সধবা মহিলারাই করে থাকেন। লক্ষ্মী পুজাকে সামনে রেখে ইতিমধ্যে মৃৎ শিল্পীরা দেবী লক্ষ্মীর মূর্তি নিয়ে বাজারে এসেছেন। বিভিন্ন আকারের লক্ষ্মী প্রতিমা তৈরি করছেন তারা। মূর্তি বিক্রেতারা জানান এই বছর প্রচুর পরিমাণে লক্ষ্মী প্রতিমা তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা পূজার বাজার ভালো হবে। দুই বছর মানুষ করোনার কারনে তেমন ভাবে পুজোর আয়োজন করতে পারে নি। এই বছর তাই পুজোর বাজার ভালো যাবে। এছাড়া সংসার প্রতিবছর আলাদা আলাদা হয়। তাই পুজোর সংখ্যা বাড়ে বলে জানান তিনি। রাজধানীর বাজার গুলিতে ইতিমধ্যেই লক্ষ্মী প্রতিমা বিক্রির জন্য পৌঁছে গেছে। শুক্রবার বটতলা, লেইক চৌমুহনি, মঠ চৌমুহনী সহ বেশ কয়েকটি বাজারে লক্ষ্মী প্রতিমা নিয়ে আসেন বিক্রেতারা। প্রতিমার মূল্য আকাশ ছোঁয়া। বাজারে প্রতিমা ক্রয় করতে এসে হিমসিম খেতে হয় ক্রেতাদের। যাইহোক এদিন ক্রেতা বিক্রেতা উভয়ের ব্যস্ততা ছিল লক্ষণীয়।