স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : রাজ্যে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক চেহারা ততই বদলে যাচ্ছে। শাসক দল প্রত্যাখ্যান করে কর্মী সমর্থকরা বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান করছে। শুক্রবার সাত সকালে বাগমা বিধানসভা কেন্দ্রে বিজেপির বড় ভাঙ্গন ঘটে।
বারভাইয়া পেক্সের নির্বাচিত বোর্ড চেয়ারম্যান অজিত নন্দী, বোর্ড অফ ডাইরেক্টর সুধন পাল, বোর্ড অফ ডাইরেক্টর উমা দে মজুমদার আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বাগমার কংগ্রেস নেতা টিটন পাল। টিটন পাল জানান, এদিন বিজেপির ২১ জন সক্রিয় কর্মী সমর্থক কংগ্রেসের যোগদান করছেন। আগামী দিনও এভাবে বিজেবি’কে প্রত্যাখ্যান করে কংগ্রেসের যোগদান অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিন ভাঙ্গনের ফলে বারভাইয়া পেক্সের নির্বাচিত বোর্ড কংগ্রেসের দখলে।