স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : আবারো অভিযোগ বিদ্যুৎ সংস্থা ফিডকোর বিরুদ্ধে।লালছরি ভিলেজ কমিটির অন্তর্গত জুমিয়া কলোনির বেশ কয়েকটি পরিবার দীর্ঘ প্রায় ৬-৭ দিন যাবত বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত। বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে কোন উদ্যোগ গ্রহণ করছে না বিদ্যুৎ সংস্থা ফিডকো।
তাদের বক্তব্য বেশিরভাগ বিদ্যুৎ গ্রাহকদের বিল বকেয়া, তাই তড়িঘড়ি মেরামত করার উদ্যোগ গ্রহণ করছে না। তাতে ক্ষুব্ধ বৈধ বিদ্যুৎ গ্রাহকরা। তাই বাধ্য হয়ে শুক্রবার সকালে বাগমারা বাজারে তিনটি রাস্তা একসঙ্গে অবরোধে বসে লালছড়ি ভিলেজ কমিটির জুমিয়া কলোনির লোকজন। তাদের বক্তব্য বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হওয়ায় তারা পানীয় জলের সংকটেও ভুগছে। এছাড়াও রাস্তা গুলির বেহাল দশার কারণে সংশ্লিষ্ট এলাকার লোকজন যাতায়াত করতে অসুবিধা সম্মুখীন হচ্ছে। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধে বসে। অবিলম্বে যদি বিদ্যুৎ সংস্কার না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ার দেন।