স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ অক্টোবর : দুর্গাপূজা উপলক্ষে বটতলা ফাঁড়ির পুলিশ শনিবার রাজধানীর বটতলা বাজার, গাঙ্গাইল রোড সহ বিভিন্ন এলাকায় মদ বিরোধী অভিযান চালায়। পুলিশ এদিন গাঙ্গাইল রোড এলাকায় মদ বিরোধী অভিযানে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
সে ব্যক্তির কাছ থেকে ১৯০ বোতল ফরেন লিকার মদ আটক করা সম্ভব হয়। সে ব্যক্তি এই মদগুলি আমতলী পাচার করার চেষ্টা করেছিল। ধৃত ব্যক্তির নাম শিবপ্রসাদ ঘোষ। বাড়ি আমতলিতে। উদ্ধার হওয়া মদের বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকার অধিক হবে বলে জানায় পুলিশ। পুলিশ জানায় পুজোর দিনগুলিতে শান্তি সম্প্রীতি রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।