স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ অক্টোবর : দুর্গাপূজাকে সামনে শনিবার রাজধানীর বড়জলাস্থিত আপনাঘর বৃদ্ধাশ্রমে পালন করা হয় প্রবীণ দিবস। প্রবীণ দিবস উপলক্ষ্যে আয়োজিত এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী আপনাঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের সুস্বাস্থ্য কামনা করেন।পাশাপাশি তিনি বলেন আপনা ঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের সরকারি ভাবে কোন ধরনের সাহায্যের প্রয়োজন হলে তা করা হবে। আপনা ঘর বৃদ্ধা শ্রমের আবাসিকদের একা না ভাবার জন্য বার্তা দেন মুখ্যমন্ত্রী। সমগ্র ত্রিপুরা রাজ্যের মানুষ বৃদ্ধা আশ্রমের আবাসিকদের সাথে রয়েছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার সহ অন্যান্যরা। এইদিন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা আপনাঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে পুজো উপলক্ষ্যে নতুন বস্ত্র তুলে দেন।