Saturday, December 9, 2023
বাড়িরাজ্যচতুর্থীর সন্ধ্যায় উদ্বোধন বিগ বাজেটের বহু পুজো মন্ডপ

চতুর্থীর সন্ধ্যায় উদ্বোধন বিগ বাজেটের বহু পুজো মন্ডপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : বৃহস্পতিবার চতুর্থীর সন্ধ্যায় আগরতলা নেতাজি সুভাষ রোড ছাত্রবন্ধু ক্লাবের পূজো মণ্ডপের উদ্বোধন হয়। এদিন ফিতা কেটে পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা পুজো মন্ডপের উদ্বোধন করে রাজ্যবাসীকে আসন্ন দুর্গাপূজার উপলক্ষে শুভেচ্ছা জানান। সকলে যাতে পুজোর দিনগুলি শান্তিপূর্ণভাবে কাটে তার জন্য আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এবং এদিন রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন তিনি।

এদিকে বনেদী ক্লাব কুঞ্জবন সেবক সংঘের পূজো মন্ডপের ফিতা কেটে উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী। তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে মঙ্গল কামনা করেন। রাজ্যবাসীকে তিনি  দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। এ পূজায় সকলে উৎসবের মেজাজে ব্রতী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর, ক্লাবের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য সদস্যরা। এদিন চতুর্থীর সন্ধ্যায় শহরের বিগ বাজেটের পুজোর মধ্যে একাংশ উদ্বোধন হয়ে গেছে বলা চলে। মন্ডপে মন্ডপে ছিল দর্শনার্থীদের ভিড়। রাত হতেই শহরে নামে জনঢল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য