স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ সেপ্টেম্বর : বন দপ্তরের অধীন বিভিন্ন পার্কে কর্মরত পি.এল কর্মীরা এফ.এল.ডাব্লিও-তে উত্তীর্ণ করার দাবিতে বুধবার রাজ্যের বন মন্ত্রী এন.সি দেববর্মার সাথে সাক্ষাৎ করতে যায়। কিন্তু এইদিন তারা বন দপ্তরের মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হয়। কারন এইদিন শারীরিক ভাবে অসুস্থ বন দপ্তরের মন্ত্রী এনসি দেববর্মা।
বন দপ্তরের অধীন বিভিন্ন পার্কে কর্মরত পি.এল কর্মীরা জানান তারা তাদের দাবির বিষয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অবগত করেছেন। কিন্তু কোন কাজ হয়নি। পরবর্তী সময় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নিকট চিঠি প্রেরন করেছিলেন, কিন্তু তাতেও কোন কাজ হয়নি। তাই এইদিন তারা বন দপ্তরের মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যায়। কিন্তু এইদিন মন্ত্রী অসুস্থ থাকায় তারা দেখা করতে পারে নি। তারা আরও জানায় বহু বার দপ্তর থেকে তাদের ফাইল অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু অর্থ দপ্তর থেকে সেই ফাইল ফিরে এসেছে। তারা আরও জানায় বর্তমানে পরিস্থিতিতে ৭ হাজার ৪০০ টাকা দিয়ে সংসার চালানো তাদের পক্ষে দায় হয়ে দারিয়েছে।