Friday, February 7, 2025
বাড়িরাজ্যরাজ্য সভার সাংসদ হিসাবে শপথ গ্রহণ করলেন বিপ্লব কুমার দেব

রাজ্য সভার সাংসদ হিসাবে শপথ গ্রহণ করলেন বিপ্লব কুমার দেব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ সেপ্টেম্বর : রাজ্য সভার সাংসদ হিসাবে শপথ গ্রহণ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ডাক্তার মানিক সাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন। ফলে রাজ্য সভায় ত্রিপুরার একমাত্র আসনটি শূন্য হয়ে যায়। তারপর এই শূন্য আসনের উপনির্বাচনের জন্য দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই মোতাবেক ২২ সেপ্টেম্বর বিধানসভার লবিতে অনুষ্ঠিত হয় রাজ্য সভায় ত্রিপুরার একমাত্র আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া।

 উল্লেখ্য ৩১ মার্চ রাজ্য সভায় ত্রিপুরার একমাত্র আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিজেপি প্রার্থী তথা দলের তৎকালীন রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা জয়লাভ করেন। তিনি ৫ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেন। কিন্তু ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পরিবর্তনের কারণে ডাক্তার মানিক সাহাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। নিয়ম অনুযায়ী তিনি বিধানসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবং ৮ নং টাউন বড়দোয়ালি আসন থেকে জয়ী হন। ৪ জুলাই তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়ে যায়। সেই আসনের জন্য  উপনির্বাচন অনুষ্ঠিত হয়। রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র আসনের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় ৫ সেপ্টেম্বর।

 ১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হয়। ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী ২২ সেপ্টেম্বর ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়। প্রত্যাশিত ভাবেই রাজ্য সভার একমাত্র আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব জয়ী হন। নির্বাচনে জয়ী হওয়ার পর বুধবার রাজ্যসভায় সাংসদ হিসাবে শপথ গ্রহণ করেন বিপ্লব কুমার দেব।এইদিন রাজ্য সভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধ্যানকর সাংসদ হিসাবে বিপ্লব কুমার দেবকে শপথ বাক্য পাঠ করান। এইদিন সাংসদ হিসাবে বিপ্লব কুমার দেবের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লব কুমার দেবের সহধর্মিণী নিতি দেব সহ অন্যান্যরা। এইদিন বিপ্লব কুমার দেব ছাড়াও জম্মু কাশ্মীর থেকে রাজ্য সভায় মনোনীত সাংসদ হিসাবে শপথ গ্রহণ করেন গুলাম আলি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য