স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ সেপ্টেম্বর : আইজিএম হাসপাতালে ক্যাজুয়েল ওয়ার্কারদের এবছর দূর্গাপূজা উপলক্ষে বোনাস এবং এডভান্স কিছুই মিলছে না। তাই বুধবার হাসপাতালের মেডিকেল সুপারিডেন্টে ডাঃ শর্মিলা সরকার সাথে দেখা করে তাদের বোনাস এবং এডভান্স অন্যান্য বৎসরে ন্যায়ায় দেওয়ার জন্য দাবি জানান। কিন্তু মেডিকেল সুপারেনটের কাছে কোন ধরনের আশ্বাস না পেয়ে তারা জানায় বৃহস্পতিবার বারোটার মধ্যে যদি তাদের এডভান্স এবং বোনাস দেওয়ার ব্যবস্থা না করা হয় তাহলে তারা কাজ বন্ধ রেখে ধর্নায় বসবে।
তাদের আরো বক্তব্য হাসপাতলে প্রায় তিন শতাধিক ক্যাজুয়াল কর্মী রয়েছে। তারা দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে অনেকেই কাজ করছেন হাসপাতালে। পুজোর সময় তাদের কুড়ি হাজার টাকা এডভান্স দেওয়া হয়। পাশাপাশি বোনাস দেওয়া হয়। কিন্তু এবছর আচমটাই তাদের এই সুবিধা মিলছে না। তাই এবার তারা সিদ্ধান্ত নিয়েছে ২৪ ঘন্টা সময় দেওয়া হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। না হলে তারা কাজ ব্যাহত করে ধর্নায় শামিল হতে বাধ্য হবে। কারণ পুজোর দিনগুলি যাতে তাদের আনন্দে কাটে তার জন্য তারা এই বোনাস এবং এডভান্সের উপর নির্ভর করে। কিন্তু অঘোষিতভাবে যদি সুবিধা বন্ধ করে দেওয়া হয়, তাহলে এবার প্রতিবাদে সামিল হবে বলে হুঁশিয়ারি দেন এদিন।