স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ সেপ্টেম্বর : ২০২১ সালে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। যারা টেট উত্তীর্ণ হয়েছিল তাদের সকলকে একসাথে নিয়োগ করার জন্য সারা রাজ্য জুড়ে ঝড়ো আন্দোলন শুরু করেছিলেন। পরবর্তী সময় শিক্ষামন্ত্রী, সাংসদ এবং উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে বহু মন্ত্রী সাথে দেখা করেছিলেন।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে জানান ধীরে ধীরে টেট উত্তীর্ণদের নিয়োগ করা হবে। আর এই পোষ্টের ভিত্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ মন্ত্রিসভার সমস্ত সদস্যদের বুধবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে শুভেচ্ছা জানান টেট উত্তীর্ণরা। তারা আরও জানান সহসাই তাদের স্কুলমুখী করা হবে। মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতের পর এ বিষয়ে জানতে পেরেছেন তারা।