Monday, February 17, 2025
বাড়িরাজ্যথানা যাতে মানুষের আতঙ্কের কারণ না হয়, বললেন মুখ্যমন্ত্রী

থানা যাতে মানুষের আতঙ্কের কারণ না হয়, বললেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ সেপ্টেম্বর :  রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে অন্যতম অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার। এরই অঙ্গ হিসেবে থানাগুলির উন্নয়নে বিশেষ নজর দিয়েছে সরকার। আজ আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে উত্তর জেলার কদমতলা থানার নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। জনসাধারণের সার্বিক নিরাপত্তার জন্য থানা খুবই জরুরি। তবে সেটা যাতে প্রকৃত অর্থে মানুষের সেবামূলক কাজে নিয়োজিত থাকে। দেখতে হবে, থানা যাতে মানুষের কাছে অহেতুক আতঙ্কের কারণ না হয়ে দাঁড়ায়। পুলিশের কাছে গেলে মানুষ যাতে ন্যায় বিচার পায় সেটা নিশ্চিত করতে হবে। রাজ্য সরকার চায় মানুষের আস্থা অর্জনের। তাই পুলিশকেও সেভাবে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

কদমতলা দ্বাদশ স্কুলের মাঠে আয়োজিত কদমতলা থানার নবনির্মিত ভবন, ফুলবাড়ি সংখ্যালঘু ছাত্রী নিবাসের নবনির্মিত ভবন, ইচাইলালছড়ায় গ্রাম পর্যায়ের কৃষক উপদেষ্টা কেন্দ্র, বাগবাসায় ২০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ট্রানজিট গোডাউন, বাঘন দ্বাদশ স্কুলের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বলে জানান তিনি। পরে তিনি বক্তব্য রেখে বলেন, সরকার অত্যন্ত মানবিক ও মানুষের সরকার। সরকার সবসময় চায় গরীব মানুষের কল্যাণে কাজ করতে। যাতে প্রত্যেক নাগরিক মৌলিক অধিকারের সুবিধা পায়। বেকার অংশের যুবদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। মহিলাদের স্ব-শক্তিকরণের জন্য কাজ করছে সরকার। কৃষকদের কল্যাণেও বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। সরকার চায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ যাতে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছায়। সরকার যা বলে সেটাই করে দেখায়। এর পাশাপাশি প্রতি ঘরে সুশাসনের বিশেষ প্রচারণা এবং স্কিল মেলার শুভ উদ্বোধন করেন। পরে মুখ্যমন্ত্রী মেলার স্টল ঘুরে দেখেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য