স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ সেপ্টেম্বর : সোমবার সন্ধ্যায় আহত চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের জিবি হাসপাতালে দেখতে গেলেন প্রাক্তন বিধায়ক আশিষ কুমার সাহা সহ কংগ্রেসের প্রতিনিধি দল। কিন্তু কোন শিক্ষক-শিক্ষিকাকে পান নি। কারণ আহত চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা সকলেই প্রাথমিক চিকিৎসার পর বাড়ি চলে যান। পরবর্তী সময় প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা বলেন, গণতন্ত্র ত্রিপুরা রাজ্যে ধ্বংসের কিনারায় গিয়ে পৌঁছেছে। এ রাজ্যে মানুষ কোন সমস্যার সমাধানের জন্য গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে পারছে না। কারণ গণতান্ত্রিক আন্দোলন অপরাধ হিসেবে ধরে নিচ্ছে সরকার এবং আরক্ষা প্রশাসন।
কিন্তু গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার প্রত্যেক ব্যক্তি আছে। ১০,৩২৩ আজ তাদের গণতান্ত্রিক অধিকারের জন্য রাস্তায় নেমেছিল। সেখানে প্রশাসন তাদের উপর বর্বরোচিত আক্রমণ করেছে। কিন্তু তারা একটা সময় শিক্ষক শিক্ষিকা ছিলেন। তাদের প্রতি সরকারের এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয়। তিনি আরো বলেন যারা আজ আন্দোলন করতে নেমেছিল তারা কোন আগ্নেয়াস্ত্র নিয়ে ময়দানে আসে নি, তাদের উপর এ ধরনের বর্বরোচিত আক্রমণ সংগঠিত করা হয়। এর জন্য সরকারের কাছে প্রশ্ন তুলেন তিনি। এবং আজকে ১০,৩২৩ -এর সাথে যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটা অন্যায় এবং অনৈতিক বলে দাবি করেন তিনি। শ্রী সাহা আরো বলেন, যারা বাড়িঘর লুটপাট করছে, মানুষের সম্পত্তি নষ্ট করছে এবং মানুষকে মারধর করছে তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেই পুলিশের। আর যারা গণতান্ত্রিক ভাবে আন্দোলনে নামছে তাদের উপর এ ধরনের আচরণ। এটা কাম্য নয় বলে জানান তিনি। আরো বলেন আজকের ঘটনা অন্যায় এবং অনৈতিক। রাজ্য সরকার সংবিধান বিরোধী ভূমিকা গ্রহণ করছে। এ ধরনের ঘটনার গভীর নিন্দা জানায় কংগ্রেস। মানুষ সব দেখছে। এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোগিতা করবে কংগ্রেস বলে জানান তিনি।