Saturday, July 27, 2024
বাড়িরাজ্যমায়ের গমন অনুষ্ঠান হবে প্যারাডাইস চৌমুহনী থেকে : সুশান্ত চৌধুরী

মায়ের গমন অনুষ্ঠান হবে প্যারাডাইস চৌমুহনী থেকে : সুশান্ত চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : আগামী ২ অক্টোবর থেকে দুর্গাপূজা। এ বছর প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপূজাকে ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মায়ের গমন এবং শারদ সম্মান-২০২২ -কে সামনে রেখে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় পর্যালোচনা সভা। রাজধানীর রবীন্দ্র ভবনের দুই নং হলে এইদিনের সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার। মূলত বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

 এইদিনের সভায় আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন মায়ের গমন অনুষ্ঠানের জন্য ৭ অক্টোবর দিন ঠিক করা হয়েছে। মায়ের গমনের জন্য দুইটি স্থান দেখা হয়েছে। একটা হল প্যারাডাইস চৌমুহনী থেকে মেলারমাঠ। এবং অপরটি হল ওরিয়েন্ট চৌমুহনী থেকে গুরুজি কনফারেন্স হল। অনেকে অনেক প্রস্তাব দিয়েছে। সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্যারাডাইস চৌমুহনী থেকে মেলারমাঠ, এই রোডে মায়ের গমন অনুষ্ঠিত হবে। কেন এই রাস্তাটি চিহ্নিত করা হয়েছে তা তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো বলেন, যে সকল ক্লাব মায়ের গমন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তাদেরকে তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে আবেদন পত্র সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও জানান আবেদন পত্র জমা দেওয়ার পর সবকিছু ঠিক করতে হবে। অনুষ্ঠানের সময় সীমা ঠিক করতে হবে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্টর গুলি তাদের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। ৭ অক্টোবর অনুষ্ঠানের পূর্বে আরও একবার সকলকে একসাথে বসে আলোচনা করতে হবে। কোথায় কি ঘাতটি রয়েছে সেই গুলি দেখতে হবে। যাতে করে অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন করতে নতুন রূপ দেওয়া যায়। এইদিনের পর্যালোচনা সভায় এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য