স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক সন্ত্রাস যেন ভয়াবহ রূপ ধারণ করছে। রবিবার কংগ্রেসের এক ঘরোয়া সভাকে কেন্দ্র করে শাসক দলে আশ্রিত দুর্বৃত্তরা দাতারাম বাজারে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয় বেশ কয়েকজন। ভাঙচুর করা হয় কংগ্রেস কর্মী সমর্থকদের গাড়ি।
ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দাতারাম বাজারে কংগ্রেসের একটি ঘরোয়া সভা ছিল। সভা শেষ হওয়ার পর কংগ্রেস কর্মী সমর্থকরা যখন বাড়ি ফিরছিল তখন স্থানীয় বিজেপি অফিস থেকে প্রায় ১০-১৫ জন দুর্বৃত্ত বের হয়ে ইট বর্ষন শুরু করে। পরে লাঠি সাটা নিয়ে হামলে পড়ে কংগ্রেস কর্মী সমর্থকদের উপর বলে অভিযোগ আহতদের। পরবর্তী সময় কংগ্রেস কর্মী সমর্থকরা রাধা কিশোর পুর থানায় গিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কংগ্রেস কর্মী সমর্থকরা জানান ২৪ ঘন্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে হবে। না হলে কংগ্রেস প্রতিবাদে সামিল হবে। তবে এদিন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।