স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ ডিসেম্বর :গত ২৫ নভেম্বর রাজধানীর গোয়ালা বস্তিতে নেশা বিরোধী অভিযান চালিয়ে তিনজন নেশা কারবারিকে জালে তুলেছিল এন সি সি থানার পুলিশ। কিন্তু কুখ্যাত ড্রাগস মাফিয়া বাপি সরকার এবং রোমিও সরকার পলাতক ছিল। তারা সেদিন পুলিশ আসার আচ করতে পেরে গোয়ালা বস্তি থেকে পালিয়ে যায়। পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। গত ২৯ নভেম্বর জিবি বাজার থেকে বাপি সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।
তার একদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তুলে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ অপর অভিযুক্তের সন্ধান পায়। ৩০ নভেম্বর অপর অভিযুক্ত কেউ জালে তুলে এনসিসি থানার পুলিশ। সোমবার দুই অভিযুক্তকে আদালতে তুলে পুলিশ। এর মধ্যে বাপি সরকারকে একদিনের পুলিশ রিমান্ডের পর আদালতে তোলা হয়েছে। তারা দুজনেই দীর্ঘদিন ধরে নেশা কারবারি থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত রয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে পুলিশ আরো বহু তথ্য সংগ্রহ করতে পারবে বলে ধারণা এনসিসি থানার ওসির।

