Friday, December 5, 2025
বাড়িরাজ্যমান্দাইয়ে মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী, ২৪ ভোটার যোগ দিল বিজেপিতে

মান্দাইয়ে মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী, ২৪ ভোটার যোগ দিল বিজেপিতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ নভেম্বর :  রবিবার মান্দাই মন্ডলের ৩৫ নং বুথের কার্যকর্তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত -এর ১২৮ তম পর্ব শ্রবন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনকার পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবিধান দিবস, বন্দেমাতরমের ১৫০ বছর, রাম মন্দিরের ধর্মধজ আরোহণ, আই এম এস – মাহে রণতরি, আধুনিকভাবে মৌমাছি প্রতিপালন, কৃষি, পর্যটন, জি-টুয়েন্টি এবং ভারতীয় মহিলা দলের ক্রিকেটে সাফল্য সহ অন্যান্য দিক নিয়ে দেশবাসীর সামনে উপস্থাপন করেন। এই কার্যক্রমের মাধ্যমে প্রধানমন্ত্রী সকলকে কিছু শিক্ষাও দেন। এভাবে প্রতি মাসে শেষ রবিবার প্রধানমন্ত্রী মন্ত্রী মন কি বাত কার্যক্রমেরজন্য অপেক্ষায় থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

 এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপি-র সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী এদিন স্থানীয় জনজাতি অংশের মানুষের সাথে কথা বলে তাদের বিভিন্ন বিষয়ের দাবিদাওয়া সম্পর্কে অবগত হন। এদিন মন কি বাত কার্যক্রমের পর স্থানীয় বুথের সাত পরিবারের ২৪ জন ভোটার সিপিআইএম এবং তিপরা মথা ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়। বিপিন দেববর্মা বলেন, মানিক সাহা নেতৃত্বাধীন জনকল্যাণমুখী সরকার কিভাবে জনজাতিদের আরো উন্নয়ন করা যায় সে দিকে গুরুত্ব দিয়ে কাজ করছে। যার কারনে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে এখন ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখে যোগদান করছে। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এভাবে যোগদান কর্মসূচি চলবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য