স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ নভেম্বর : শারীরিকভাবে ১০০ শতাংশ দুর্বল অথচ সরকার থেকে ভাগ্যে জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে একটি ঘর। বোনের মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করছেন অসহায় কৃপেন বতি রিয়াং। বর্তমানে লংতরাই ভ্যালি চান্দাই পাড়ায় বসবাস করেন তিনি। তার নিকট আত্মীয় জানান, কৃপেন বতি রিয়াং -এর বয়স প্রায় পঞ্চাশ বছর। মা-বাবা নেই। ভাগ্নির কাছে থাকেন তিনি।
এতদিন ধরে মাত্র ২০০০ টাকা ভাতা পেয়েছেন। সরকারিভাবে আবারও নাম নথিপত্র সমস্ত কিছুই জমা দেওয়া হয়েছে। জানা যায়, সে পাঁচ হাজার টাকা খাতা পাবে। দীর্ঘদিন ধরে দাবি তাকে যেন একটি সরকার থেকে ঘর দেওয়া হয়। বহুবার সরকারিভাবে কাগজপত্র জমা দেওয়ার পরেও ভাগ্যে জোটছে না সরকারি ঘর। শাসক দলের হলেই ভাগ্যে জোটে যায় সরকারি ঘর। বহুবার চেষ্টা করো তার ভাগ্যে জোটানো গেল না একটি ঘর। ফলে তার মাথা গোজার জন্য ভরসা করতে হয় ভাগ্নির উপর। এরই মধ্যে রবিবার চান্দাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস বিভাগের পক্ষ থেকে কৃপেন বতি রিয়াং-এর হাতে তুলে দেওয়া হয় শীত বস্ত্র সহ খাবার সামগ্রী। তখনই তার নিকট আত্মীয় কৃপেনের অসহায়ত্বের কথা তুলে ধরেন। সরকার যাতে তার দিকে নজর দেয়, এর জন্য দাবি করেন সকলে।

