স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : শনিবার রাজধানীর বনকুমারিস্থিত নেতাজি সংঘের উদ্যোগে এক মেগা রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এইদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন এলাকার বিধায়ক রেবতী মোহন দাস। উপস্থিত ছিলেন বিজেপির ডক্টর সেলের রাজ্য কনভেনার ডাক্তার সুশান্ত রায় সহ অন্যরা।
এইদিনের শিবিরে এলাকার সাধারন মানুষ স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। পাশাপাশি এলাকার বহু মানুষ এইদিনের স্বাস্থ্য শিবির থেকে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে। এইদিনের শিবিরের উদ্বোধন করে বিধায়ক রেবতী মোহন দাস জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে ১৫ দিন ব্যাপী একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে এইদিনের রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।