স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : একই এলাকা থেকে তিন নাবালিকা একসাথে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনা আমবাসা মহকুমার উত্তর লালছড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় প্রতিদিনের ন্যায় শুক্রবার উত্তর লাল ছড়ি হাই স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় তিন নাবালিকা। কিন্তু বিকাল হয়ে যাওয়ার পরও তারা আর বাড়িতে ফিরে আসেনি।
উত্তর লালছড়ি হাই স্কুলের নবম শ্রেণীতে পড়ুয়া মৌসানো মগ, পেনাফরো মগ, নেচাং মগ নামে তিন নাবালিকা স্কুল থেকে বাড়ি ফিরে আসেনি। বিকালে পরিবারের লোকজন স্কুলে গিয়ে খোঁজাখুঁজি করলে জানতে পারে, তারা স্কুলে যায় নি। তবে বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরা তাদেরকে সকালে স্কুলের মাঠে দেখতে পায়। কিন্তু তারপর আর দেখা যায়নি তাদের। বহু খোঁজাখুঁজির পর নিখোঁজ তিন নাবালিকার পরিবারের লোকজন আমবাসা থানার দ্বারস্থ হয়। পুলিশ এলাকায় গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার পুলিশ নিখোঁজ তিন নাবালিকাকে খুঁজে বের করতে পারে কিনা।