স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : খোয়াই-কমলপুর সড়কের শিঙিছাড়া বেলতলী এলাকা থেকে বিদ্যাবিল পর্যন্ত রাস্তার বেহাল দশা। সংস্কার নেই কোন উদ্যোগ। এক বছরে বেশ কয়েকবার বন্ধ হয়ে পড়ে যান চলাচল। গাড়ির মালিক, মোটর শ্রমিক সহ স্থানীয়রা জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন বেশ কয়েকবার। কিন্তু কোন কাজ নেই।
রাস্তাটি ভাঙতে ভাঙতে একেবারে ভগ্নদশায় পরিণত হয়ে আছে। জলে কাদায় একাকার। খানাখন্দে ভরা। পূর্ত দপ্তরের ঘুম ভাঙতে অর্থাৎ সড়ক সংস্কারের দাবীতে বৃহস্পতিবার বিকেল তিনটায় খোয়াই – কমলপুর সড়কের চেরমা এলাকাবাসী পথ অবরোধে সামিল হয়। জানা যায় গত দুদিনে বেশ কয়েকটি গাড়ি বিকল হয়ে রাস্তায় আটকে পড়েছে। দীর্ঘ দুই ঘন্টা অবরোধ চলার পরও প্রশাসনের আধিকারিকদের অবরোধস্থলে দেখা নেই। এই অবরোধের ফলে রাস্তার দুপাশ ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।