Friday, March 14, 2025
বাড়িরাজ্য৮ দফা দাবিতে ত্রিপুরা নেট সিলেট পিএইচডি ফোরামের পক্ষ থেকে ডেপুটেশন

৮ দফা দাবিতে ত্রিপুরা নেট সিলেট পিএইচডি ফোরামের পক্ষ থেকে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর :  ড্রিগ্রী কলেজ গুলিতে সহকারী অধ্যাপক নিয়োগ করা সহ আট দফা দাবিতে ত্রিপুরা নেট সিলেট পিএইচডি ফোরামের পক্ষ থেকে বুধবার ঊচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশান প্রদান করা হয়। নতুন প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ গুলিতে সহকারী অধ্যাপক নিয়োগ, খুমুলং, কৈলাশহর এবং উদয়পুরে পিজি কোর্সের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চালু করা হয় মোট ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে এইদিন সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল উচ্চ শিক্ষা দপ্তরে গিয়ে দপ্তরের অধিকর্তার নিকট এই ডেপুটেশান প্রদান করেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ফোরামের সম্পাদক সুমন আলি। ডেপুটেশান প্রদান শেষে ফোরামের সম্পাদক সুমন আলি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে দাবি জানান সরকার সরকারী অধ্যাপক নিয়োগের কোন ব্যবস্থা নিচ্ছে না। শিক্ষামন্ত্রী বলছেন আরো পাঁচ শতাধিক গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হবে। আসলে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করতে সরকারের বেশি অর্থ ব্যয় হয় না। তাই কম বেতন দিয়ে কলেজগুলি চালাতে চাইছে। এটা বর্তমানে উচ্চ শিক্ষা দপ্তরের মূল উদ্দেশ্য। তাই এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানিয়ে দ্রুত সহকারী অধ্যাপক নিয়োগ করার জন্য দাবি জানানো হচ্ছে বলে জানান তিনি। আর সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া চলাকালীন সময়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার নিয়োগ করার জন্য দাবি জানানো হচ্ছে। এবং ইতিমধ্যে সরকারের উদ্যোগে যে নতুন কলেজগুলি রাজ্যে শুরু হতে চলেছে সেগুলিতে যাতে গেস্ট ফ্যাকাল্টির মাধ্যমে পঠন-পাঠন না চালিয়ে সহকারে অধ্যাপক নিয়োগ করা হয় তার জন্য দাবি জানান তারা। আরো বলেন ২০১৭ সালে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেটা বাতিল করার পর সহকারি অধ্যাপকে নিয়োগ প্রক্রিয়া হয়নি। বর্তমানে রাজ্যের শূন্য পদের সংখ্যা ২১০ জনের অধিক। তিনি আরো বলেন, পিজিটি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিলে মাত্র ছয় শতাধিক রয়েছে। প্রয়োজন আরো ১৫০০ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তাই শূন্য পদ গুলি দ্রুত পূরণ করতে দাবি জানানো হয় এদিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য