স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : মঙ্গলবার বিকেলে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে এ একটি কোভিড ১৯ ভ্যাকসিনেশন আই ই সি ভ্যানের উদ্বোধন করা হয়। এই প্রচার বাহন আগামী ৩০ সেপ্টেম্বর আগরতলা শহরের বিভিন্ন জনসমাগম এলাকায় ঘুরবে এবং কোভিড ১৯ টিকাকরণের সাথে জড়িত তথ্য সাধারণ মানুষের মধ্যে প্রচার করা হবে। একই সাথে থাকবে একটি মোবাইল ভ্যাকসিনেশন টিম।
যে টিমটি কোভিড ভ্যাকসিনেশনের দায়িত্বে থাকবে। এদিন প্রচার গাড়িটির উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: দেবাশীষ দাস। তিনি জানান, এখন পর্যন্ত কোভিড টিকার প্রথম ডোজ এখন পর্যন্ত ১০১ শতাংশ এবং দ্বিতীয় ডোজ ৮৭ শতাংশ দেওয়া হয়েছে। প্রিকোশন ডোজ সে তুলনায় অনেকটাই কম হয়েছে। অর্থাৎ যারা দ্বিতীয় ডোজ নেওয়ার পর অনেকদিন হয়ে গেছে কিন্তু প্রিকোশন ডোজ নেয়নি তাদের জন্য এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। এই পচার জানটি প্রতিদিন বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত শহরের জনবহুল এলাকা গুলিতে ঘুরবে। যারা টিকা নেইনি তাদের টিকা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য দপ্তরের এ ধরনের উদ্যোগে উপকৃত হবে পশ্চিম জেলাবাসী।