স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : বিধায়ক বৃষকেতু দেববর্মার বিধায়ক পদ নিয়ে শেষ পর্যন্ত ধোঁয়াশা কাঁটতে চলেছে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে ২০ সেপ্টেম্বর। সোমবার আইপিএফটি দলের পক্ষ থেকে সভাপতি নরেন্দ্র চন্দ্র দেববর্মা বিধায়ক বৃষকেতু দেববর্মার দল বিরোধী কার্যকলাপ এবং দলের নির্দেশে বাইরে গিয়ে সমস্ত কাজকর্মের রিপোর্ট আইনজীবী মাধ্যমে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী হাতে তুলে দেন। পরবর্তী সময় এই বিষয়ে অধ্যক্ষ রতন চক্রবর্তী জানান, বিধায়ক বৃষকেতু দেববর্মার পদত্যাগ পত্রের ফাইল দীর্ঘ সময় ধরে চাপা পড়ে আছে বিধানসভায়। বৃষকেতু দেববর্মাকে বহুবার দেখা করার জন্য ডাকা হয়েছে। কিন্তু তিনি একবারের জন্যও স্বশরীরে আসেননি।
শুধুমাত্র একবার একটি চিঠি পাঠিয়েছিলেন। তারপরেও সোমবার তথা ১৯ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বৃষকেতুকে ডাকা হয়েছিল। যদিও আজকেও তিনি অনুপস্থিত। এবং নরেন্দ্র চন্দ্র দেববর্মার পক্ষে আইনজীবী কর্তৃক একটি হলফনামা দেওয়া হয়েছে, বৃষকেতু দেববর্মা দলের সভাপতির নির্দেশ অমান্য করেছেন। পাশাপাশি বৃষকেতু দেববর্মা তিপ্রা মথায় যোগদান করার বিষয়টিও সামনে উঠে এসেছে। পরে সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। আগামী ২০ সেপ্টেম্বর চূড়ান্ত শুনানি হবে। বৃষকেতু দেববর্মাকে আর ডাকার কোন অবকাশ নেই বলে জানান তিনি। তবে আগামী দিনে নির্বাচনে লড়াই করতে পারবে কিনা সেটা নির্বাচন কমিশন আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে অভিমত ব্যক্ত করেন অধ্যক্ষ রতন চক্রবর্তী। আর কয়েক মাস পর বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে বৃষকেতুর শুনানি রাজ্য রাজনীতিতে আরো একবার প্রভাব পড়তে পারে বলে গুঞ্জন উঠতে শুরু করেছে।।