Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যবাম শ্রমিক সংগঠনগুলির যৌথ উদ্যোগে ডেপুটেশন

বাম শ্রমিক সংগঠনগুলির যৌথ উদ্যোগে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর : পূবর্তন সরকারের সময় সিদ্ধান্ত হয়েছিল রাজধানীর পুরাতন মোটর স্ট্যান্ডে বহুতল ভবন এবং পার্কিং জোন গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। কিন্তু এর জন্য এখন শিলান্যাস করা হবে। তাই ইতিমধ্যে অটো শ্রমিকদের উচ্ছেদ হওয়ার জন্য প্রশাসনিকভাবে বলা হচ্ছে। তাই কোন পরিবহন শ্রমিককে যাতে উচ্ছেদ না করা হয় বা পরিবহন শ্রমিকদের জন্য যাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্য শুক্রবার স্মার্ট সিটির সচিব তথা পশ্চিম জেলা শাসক দেবপ্রিয় বর্ধন কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে।

পাশাপাশি দাবি জানানো হয়েছে যাতে ভবিষ্যতে প্রকল্প গড়ে উঠলে শ্রমিকরা যাতে স্বাচ্ছন্দে পার্কিং করার সুযোগ পায়। এর জন্য জেলা শাসক কে অবগত করা হয়েছে। আরো বলা হয়েছে যদি শ্রমিকদের এই জায়গা থেকে সরানো হয় তাহলে তাদের জন্য যাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট স্মার্ট সিটি কর্তৃপক্ষ। সুতরাং পরিবহন শ্রমিক এবং যাত্রীদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেদিকে গুরুত্ব দিয়ে এই ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান অমল চক্রবর্তী। ডেপুটেশন প্রদান করা হয়েছে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটো রিকশা ওয়ার্কার্স ইউনিয়ন এবং ত্রিপুরা ই- রিকশা ওয়ার্কার্স ইউনিয়নের যৌথ উদ্যোগে। এদিন প্রতিনিধির দলে এছাড়াও উপস্থিত ছিলেন দিলীপ পাল, মানিক কুমার সাহা, সুরজিৎ দেবনাথ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য