Saturday, April 20, 2024
বাড়িরাজ্যকেন্দ্রীয় সংশোধনের কাছ থেকে রাষ্ট্রপতি শাসন চাইলেন প্রাক্তন বিধায়ক

কেন্দ্রীয় সংশোধনের কাছ থেকে রাষ্ট্রপতি শাসন চাইলেন প্রাক্তন বিধায়ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর : বিশালগড় স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারের রাজ্য যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস সহ চার কংগ্রেস কর্মীর সাথে শুক্রবার দেখা করতে কেন্দ্রীয় সংশোধনাগারে গেলেন কংগ্রেসের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা বলেন রাজ্যে আইন-শৃঙ্খলা চরম উন্নতি ঘটেছে।

পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে না। তাই রাষ্ট্রপতি শাসন ত্রিপুরা রাজ্যে অত্যন্ত জরুরী। এটা দিন দিন উপলব্ধি করা যাচ্ছে। তাই আগামী দিন কংগ্রেস রাষ্ট্রপতি শাসনের জন্য ময়দানে নামবে বলে জানান তিনি। সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা জারিতা লাইফ্রাং বলেন, কিছু সংখ্যক পুলিশ কর্মী বিজেপির হয়ে বিরোধীদের মুখে তালা এবং হাতে কড়া পড়াতে শুরু করেছে। কিন্তু এভাবে বেশি দিন চলবে না। খুব দ্রুত বিজেপিকে রাজ্য থেকে উৎখাত করা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য