স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর : শিক্ষা দপ্তরের সচিবের সাথে দেখা করার সুযোগ পাবে বলে আশ্বাস পেয়ে আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করল চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। শুক্রবার রাজধানীর সিটি সেন্টারে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা জড়ো হয়ে এই ঘোষণা দেন। তারা জানান ১৪ সেপ্টেম্বর চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের অধিকর্তার দারস্থ হয়েছিলেন, কিন্তু সেদিন অধিকর্তার সাথে দেখা করার সুযোগ পাননি তারা।
১৫ সেপ্টেম্বর অধিকার্তার সাথে দেখা করার সুযোগ পেয়ে আলোচনা করেছেন। অধিকর্তা কোন সদুত্তর দিতে না পারায় বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দেখা করার সুযোগ চাওয়া হয়। পরবর্তী সময়ে দপ্তরের পক্ষ থেকে সচিবের সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। সহসাই চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা সচিবের সাথে দেখা করার সুযোগ পাবে বলে অভিমত ব্যক্ত করেন। সচিবের কাছে আর টি আই তথ্য অনুযায়ী প্রমাণ তুলে ধরা হবে। যতদিন না পর্যন্ত অধিকার ফিরে পাবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। এবং তারা আরো জানিয়ে দেন আপাতত ১৪৪ ধারায় আন্দোলন স্থগিত রাখা হবে।