স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : বৃহস্পতিবার ৫৫ তম ইঞ্জিনিয়ার্স দিবস পালনের অঙ্গ হিসেবে দ্য ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স এবং ত্রিপুরা সরকারের পূর্ত দপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন সকালে রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
তিনি বলেন, দিনটি সারাদেশ জুড়ে প্রকৌশলী দিবস হিসেবে উদযাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সর্বশ্রেষ্ঠ প্রকৌশলী ভারতরত্ন স্যার মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরাইয়া’র ১৬২ তম জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন হিসাবে এদিনের শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই প্রযুক্তি ও প্রকৌশলগত উন্নয়নের মাধ্যমে রাজ্যের প্রকৌশলীরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে অভিমত ব্যস্ত করে তিনি। তিনি আরও বলেন সরকার সবসময়ই প্রকৌশলীদের পাশে রয়েছে। স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তুলতে রাজ্যের প্রকৌশলীরা মুখ্য ভূমিকা পালন করছে বলে জানান তিনি। এদিন শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পর পরিক্রমা করে।