স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ নভেম্বর :টি টি এ এ ডি সি -র অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যায্য পেনশন দিতে পারছে না, কর্মসংস্থানের চরম সংকট, শূন্য পদ পূরণের দেখা নেই, বিদ্যালয়ে শিক্ষক নেই, নেশায় ডুবে যাচ্ছে যুবসমাজ। মথার কর্মযজ্ঞে উন্নয়নের কোমর ভেঙে যাচ্ছে এডিসি-র। আর তিপরাসাদের উন্নয়নের ফুলঝুরি নিয়ে এ প্রান্ত থেকে ওপান্ত ঘুরে বেড়াচ্ছেন তথাকথিত জন দরদি আঞ্চলিক দলের নেতা প্রদ্যোত কিশোর দেববর্মণ। বুধবার দিল্লি থেকে নতুন করে স্লোগান নিয়ে রাজ্যে ফিরলেন প্রদ্যোত কিশোর দেববর্মণ।
বুধবার আগরতলা বিমানবন্দরে রেখেই জনজাতিদের উদ্দেশ্যে আবারো নতুন করে সুর চড়ালেন। আগামী দিন বিভিন্ন দাবি-দাওয়া পূরণের জন্য একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। যার নাম দেওয়া হয় “ওয়ান নর্থ ইস্ট”। এই প্ল্যটফর্মে সামিল হয়েছে ত্রিপুরা রাজ্যের আঞ্চলিক দল তিপ্রা মথা। এই প্ল্যাটফর্মে যে সকল আঞ্চলিক রাজনৈতিক দল গুলি সামিল হয়েছে, সেই সকল রাজনৈতিক দল গুলির দাবি দাওয়া প্রায় এক। এই দল গুলি উত্তর-পূর্বাঞ্চলের মানুষের ভুমি, মানুষ, সংস্কৃতি ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কথা বলে। কিন্তু সকলে পৃথক পৃথক ভাবে নিজেদের রাজনৈতিক দলের পরিচয়ে আন্দোলন করে। এই আঞ্চলিক দল গুলি এক সাথে তাদের দাবি দাওয়া নিয়ে কথা বললে হয়তো নিজেদের সমস্যার সমাধান হবে।
আরো বলেন কংগ্রেস সিপিআইএম এবং বিজেপিকে আগামী দিন তিপরাসাদের জন্য ভাবতে হবে। কোন রাজনৈতিক দলের জন্য নয়, জাতির জন্য ভাবতে হবে তাদের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো বলেন, রাজতন্ত্রের পর গণতন্ত্র চলছে। কিন্তু কেন ২০১৬ -র পর তিপরাসাদের ভিলেজ কমিটির নির্বাচন হয়নি রাজ্যে? যার কারণে তিপরা মথাকে ত্রিপুরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে কেন ভিলেজ কমিটির নির্বাচন করা হচ্ছে না? রাজ্য সরকার সময় চেয়েছে। আগামী সোমবার ভিলেজ কমিটির নির্বাচনের শুনানি হবে সুপ্রিম কোর্টে। তিপ্রা মথা সুপ্রিমো নিজেদের সমস্যা সমাধানের জন্য এই প্ল্যাটফর্ম গঠন বলে দাবি করলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইতিপূর্বে রাজ্যে যে সকল আঞ্চলিক দল হয়েছে সেই সকল দল গুলির মধ্যে অধিকাংশ দলের ভবিষ্যৎ দীর্ঘ দিন স্থায়ী হয় নি। তাই হয়তো উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক দল গুলির নেতৃত্ব নিজেদের দলের অস্তিত্ব দীর্ঘ দিন টিকিয়ে রাখতে এই প্ল্যাটফর্ম গঠন করেছে। এমনটাই অভিমত রাজনৈতিক মহলের।

