স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ সেপ্টেম্বর : ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচনের আগে শাসক দল বিজেপি কুম্ভনিদ্রা থেকে জেগেছে। এম ডি সি হংশ কুমার ত্রিপুরা নিজের ক্ষোভ উগড়ে দিয়ে বহুদিন আগে তিপ্রা মথায় যোগদান করার পর সোমবার প্রদেশ ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে এক বিবৃতি জারি করে বলা হয়েছে হংশ কুমার ত্রিপুরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে দলীয় অনুশাসন অনুযায়ী দল থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য বহিঃষ্কার পত্রে স্বাক্ষর করেছেন। এটি তৎক্ষণাৎ কার্যকর হবে বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। উল্লেখ্য, হংশ কুমার ত্রিপুরা যখন দল থেকে তিপ্রা মথায় যোগদান করেছেন তখন তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছিলেন বিজেপি এমন একটি দল যার মধ্যে থেকে জনগণের স্বার্থে কাজ করা যায় না। উন্নয়নের কোন দেখা নেই। স্থানীয় বিধায়ক কে রাবণের সাথে তুলনাও করেছিলেন। তিনি জনগণের স্বার্থে কাজ করতে দল ত্যাগ করে বলে জানান।