Friday, March 29, 2024
বাড়িরাজ্যআন্দোলনে নামার সিদ্ধান্ত টি আই এস এফ -এর

আন্দোলনে নামার সিদ্ধান্ত টি আই এস এফ -এর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ সেপ্টেম্বর :  তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশনের এক প্রতিনিধি দল গত কয়েকদিনে রাজ্যের বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেছেন। তবে সম্প্রতি আগরতলা শহরে বয়েস বোধজং স্কুল পরিদর্শনে গিয়ে দেখতে পাওয়া যায় পানীয় জলের অভাব ও বিদ্যুতিক ছিল না। নিজেদের পকেট থেকে টাকা দিয়ে হোস্টেলে বিদ্যুতিক পাখা লাগানো হয়েছে।

হোস্টেগুলির এ অবস্থা অত্যন্ত নিন্দা জনক। সোমবার সন্ধ্যায় আগরতলা সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান টিআইএসএফের ইনচার্জ ডেভিড মুড়া সিং। তিনি বলেন আগামী কিছুদিনের মধ্যে রাজ্যের সমস্ত বিদ্যালয় এবং হোস্টেল গুলি পরিদর্শন করা হবে। পরিদর্শনের যে সমস্যাগুলি উঠে আসবে তা সরকারের কাছে এবং জনজাতি দপ্তর ও শিক্ষা দপ্তরের কাছে সমাধান করার দাবি জানানো হবে। কারণ সরকার শিক্ষাক্ষেত্রে জনজাতিদের উন্নয়নের জন্য তেমন কোন তৎপরতা দেখা যাচ্ছে না। এডিসি এলাকায় হোস্টেল খোলার অনুমোদন দিচ্ছে না। স্কুল গুলির অবস্থা অত্যন্ত করুন। যদি এ সমস্যাগুলি দ্রুত সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য