স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ সেপ্টেম্বর : অ্যাসিড ঢেলে আগুন লাগিয়ে গৃহবধূকে হত্যা করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনা রাজধানীর অরুন্ধতী নগর নন্দীটিলা এলাকায়। মৃত গৃহবধুর নাম শম্পা দাস। অভিযুক্ত স্বামীর নাম পিন্টু সূত্রধর। জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাতে যখন গৃহবধু ঘুমিয়ে ছিল তখন শরীরে অভিযুক্ত স্বামী পিন্টু সূত্রধর অ্যাসিড ঢেলে আগুন লাগিয়ে দেয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়ে গৃহবধূ।
সাত বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়েছিল পিন্টুর সাথে শম্পার। কিন্তু বিয়ের পর থেকে প্রতিনিয়ত গৃহবধূ সম্পর্কে স্বামী পিন্টু সূত্রধর এবং তার পিতা নন্দলাল সূত্রধর মিলে মারধর করত। এদিন মারধর করে মেছের কাঠি জ্বালিয়ে অ্যাসিড ঢেলে আগুন লাগিয়ে দেয় বল অভিযোগ। অভিযুক্ত গোটা পরিবারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাই স্বামী সহ গোটা পরিবারের কঠোর শাস্তির দাবি জানায় গৃহবধূর বাপের বাড়ির লোকজন। এদিকে স্বামী পিন্টু সূত্রধরের দাবি বিছানায় কয়েলের আগুন লেগে শরীরে আগুন লেগেছিল। পরবর্তী সময় জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তী সময়ে ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় বাপের বাড়ির লোকজনদের হাতে। এদিকে অভিযুক্ত স্বামীকে গৃহবধুর বাপের বাড়ি লোকজনেরা মারধর করে। গৃহবধূ হত্যাকান্ডের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।