Thursday, April 18, 2024
বাড়িরাজ্যকংগ্রেসের ভারত জড়ো পদযাত্রা

কংগ্রেসের ভারত জড়ো পদযাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ সেপ্টেম্বর :  সোমবার ১৩ নং প্রতাপগড় ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ভারত জড়ো পদযাত্রার আয়োজন করা হয়। এদিন বিদ্যাসাগর বাজার থেকে শুরু হয় মিছিলটি। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা জারিতা লাইফ্রাং। মিছিলের পর সুদীপ রায় বর্মন বলেন, সর্বভারতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর নির্দেশে কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস।

সারা দেশে যেভাবে ধর্ম ও জাতপাতের নামে লড়াই চলছে। কারণ দেশের সরকার জাত পাত ধর্মের নামে যেভাবে হিংসা ছড়াচ্ছে তাতে মানুষের উপর প্রভাব পড়তে শুরু হয়েছে। এর সাথে রয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আকাশ ছোঁয়া মূল্য। ফলে দেশের অর্থনৈতিক বিপর্যস্ত হয়ে পড়েছে। বেকারত্বের জ্বালায় যুবকরা দিশেহারা। তাই এই বিজেপি সরকারকে উৎখাত করতে কংগ্রেসের যা যা করার তা করবে বলে জানান সুদীপ রায় বর্মন। তবে প্রতিদিন মানুষ কংগ্রেসের যোগদান করছে। আর তাতে সন্ত্রাস সৃষ্টি করছে বিজেপি। কিন্তু এভাবে কংগ্রেসকে রুখতে পারবে না। বিজেপি ভাবছে পেশি শক্তির জোরে এবং অর্থের জুড়ে গণতান্ত্রিক অধিকার হরন করতে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু কংগ্রেস মানুষের বিশ্বাস জয়ী করে কংগ্রেস প্রতিষ্ঠিত হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে হিংসার কোন স্থান নেই বলে জানান শ্রী বর্মণ। এদের মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিল প্রায় কয়েক শতাধিক কর্মী সমর্থক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য