স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ সেপ্টেম্বর : প্রতিহিংসামূলক ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। শাসকদলের গ্রাম প্রধানের ভাইয়ের হাতে আক্রান্ত চিকিৎসক। ঘটনা বাগমা বাজারে। আহত চিকিৎসকের নাম কল্যাণ মজুমদার। জানা যায়, অভিযুক্ত বিশ্বজিৎ মজুমদার প্রধান অভিজিৎ মজুমদারের সামনেই সোমবার সকালে আক্রমণ সংগঠিত করে বলে অভিযোগ।
জানা যায় সোমবার সকালে বাগমা বাজারে ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের সংযোগ ঘটে। আগুন লাগা দোকানগুলির পাশেই ছিল আহত কল্যাণ মজুমদারের চেম্বার। খবর পেয়ে হোমিওপ্যাথি ডাক্তার কল্যাণ মজুমদার ছুটে গিয়ে নিজের চেম্বারটি মোবাইল দিয়ে ভিডিও করার সময় হাতুড়ি দিয়ে ডাক্তার কল্যাণ মজুমদারের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে প্রধানের ভাই অভিজিৎ মজুমদার বলে অভিযোগ কল্যাণ মজুমদারের। কল্যাণ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ডাক্তার কল্যাণ মজুমদার গোমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তবে জানা যায় ঘটনার পর কল্যাণ মজুমদার একটি মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা রাখে নি।